নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি') দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শাখা ছাত্রলীগের ২ উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও চলছে ধাওয়া পাল্টা ধাওয়া।
ছাত্রলীগ সূত্র মারফত জানা যায়, আগের ঘটনার জের ধরে সিক্সটি নাইন গ্রুপের এক নেতাকে কুপিয়েছে সিএফসি গ্রুপের কর্মীরা।
সিএফসি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগের এ দুগ্রুপ। সংঘর্ষে দুজন গুরুতর আহতসহ ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.