চবিতে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ছুটে এলেন ছাত্রদল নেতা

লাল পাঞ্জাবি পরা ছাত্রদল নেতা এবং চেক শার্ট পরা ছাত্রলীগ নেতা

ঠিকানা টিভি ডট প্রেস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু বকর ত্বহা। ছিলেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ বাংলার মুখের প্রধান নেতা। ছাত্রলীগ ক্যাডার হিসেবেই পরিচিত তিনি। তার বিরুদ্ধে রয়েছে শিক্ষার্থীদের মারধরের উসকানি, অতীতে হল দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।

এসব অভিযোগের ভিত্তিতে ত্বহাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাকে বাঁচাতে দলবল নিয়ে ছুটে আসেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা ত্বহার বিরুদ্ধে গত ১৪ জুলাই আন্দোলনকারীদের মারধরের অভিযোগ আনেন। তবে পরিস্থিতি বিবেচনায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন প্রক্টর। ত্বহাকে বাঁচাতে আসা ছাত্রদল নেতা ইয়াসিন সম্পর্কে তার বড় ভাই। তাদের বাবা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রহরী মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে’। ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে একজন লিখেছেন, ‘এভাবেই ছাত্রদল ও ছাত্রলীগ একে অন্যের অন্যায়ের পাশে থাকে। অন্যায় করা সত্ত্বেও ত্বহা এখন পার পেয়ে যাবে।’

এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম। এখানেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে গিয়েছি। আমি বলেছি যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হোক। কাউকে বাঁচাতে আমি যাইনি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আলী বলেন, ‘অভিযুক্ত ত্বহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উচ্চমান সহকারী হিসেবে কর্মক্ষেত্রে যোগদানের জন্য আজ প্রশাসনিক ভবনে এসেছিলেন। এ সময় আমরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসি। মূলত তিনি গত ১৪ জুলাই জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তিনি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বাংলার মুখ বগির লিডার ছিলেন।’

‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সংবাদমাধ্যমকে বলেন,আবু ত্বহা শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অনেক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে তাকে প্রক্টর অফিসে আনা হয়। তার বাবা নিরাপত্তা দপ্তরের প্রহরী। তাকে বর্তমানে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ব‌লে‌ছেন, গণতন্ত্র সমুন্নত রাখাসহ মানবাধিকারের প্রতি সম্মান বজায় রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে

নগদ আড়াই লাখ টাকা ও মোবাইল ফোন উদ্ধারৎযশোরে ভুয়া ডিবির ৭ সদস্য গ্রেফতার

জেমস আব্দুর রহিম রানা: যশোরে ডিবি পুলিশের পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে ভুয়া ডিবির সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) রাতে জেলার বিভিন্ন স্থানে

‘আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের মতো ঘটনা যারা ঘটিয়েছে

শাহজাদপুরে কন্ঠশিল্পী কেকার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের জনপ্রিয় কন্ঠশিল্পী সুদীপ্তা দাস কেকার (২৫) অন্তেষ্টিক্রিয়া বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশ্মানে সম্পন্ন হয়েছে। পরলোকগত কন্ঠশিল্পী কেকা শাহজাদপুর পৌর

নিহত সেনা সদস্য শরীফুলের সিরাজগঞ্জের বাড়িত চলছ শোকের মাতম

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য শরীফুল ইসলামের বাড়িতে চলছে শোকের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়াসহ এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া জেলা