চবিতে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ছুটে এলেন ছাত্রদল নেতা

লাল পাঞ্জাবি পরা ছাত্রদল নেতা এবং চেক শার্ট পরা ছাত্রলীগ নেতা

ঠিকানা টিভি ডট প্রেস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু বকর ত্বহা। ছিলেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ বাংলার মুখের প্রধান নেতা। ছাত্রলীগ ক্যাডার হিসেবেই পরিচিত তিনি। তার বিরুদ্ধে রয়েছে শিক্ষার্থীদের মারধরের উসকানি, অতীতে হল দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।

এসব অভিযোগের ভিত্তিতে ত্বহাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাকে বাঁচাতে দলবল নিয়ে ছুটে আসেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা ত্বহার বিরুদ্ধে গত ১৪ জুলাই আন্দোলনকারীদের মারধরের অভিযোগ আনেন। তবে পরিস্থিতি বিবেচনায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন প্রক্টর। ত্বহাকে বাঁচাতে আসা ছাত্রদল নেতা ইয়াসিন সম্পর্কে তার বড় ভাই। তাদের বাবা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রহরী মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে’। ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে একজন লিখেছেন, ‘এভাবেই ছাত্রদল ও ছাত্রলীগ একে অন্যের অন্যায়ের পাশে থাকে। অন্যায় করা সত্ত্বেও ত্বহা এখন পার পেয়ে যাবে।’

এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম। এখানেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে গিয়েছি। আমি বলেছি যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হোক। কাউকে বাঁচাতে আমি যাইনি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আলী বলেন, ‘অভিযুক্ত ত্বহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উচ্চমান সহকারী হিসেবে কর্মক্ষেত্রে যোগদানের জন্য আজ প্রশাসনিক ভবনে এসেছিলেন। এ সময় আমরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসি। মূলত তিনি গত ১৪ জুলাই জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তিনি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বাংলার মুখ বগির লিডার ছিলেন।’

‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সংবাদমাধ্যমকে বলেন,আবু ত্বহা শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অনেক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে তাকে প্রক্টর অফিসে আনা হয়। তার বাবা নিরাপত্তা দপ্তরের প্রহরী। তাকে বর্তমানে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধানমন্ত্রীর হাতে থাকলো ৪ মন্ত্রণালয় ও বিভাগ’

নিজস্ব প্রতিবেদক: নতুন ৭ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের পর এখনও চারটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ মার্চ’) নতুন নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রীদের

রায়গঞ্জে অবৈধ সংযোগে বাঁধা দেওয়ায় মারপিট অতঃপর মামলা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে অবৈধ বৈদ্যুতিক চোরাই লাইন টানানোর সময় তা বাঁধা দেওয়ায় অতুর্কিত হামলা মামলা লুট ও মারপিটের ঘটনা ঘটেছে। রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে এঘটনা

‘বিশ্বকাপ ফুটবল ২০২৬ জুড়ে অনেক কিছুই প্রথমবারের মতো’

ঠিকানা টিভি ডট প্রেস: ২০২৬ ফুটবল বিশ্বকাপে অনেক নতুন কিছুর সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। বদলে যাবে অনেক কিছুই। অনেক কিছুই হবে প্রথমবারের মতো। যেমন-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বৈষম্যের শিকার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: স্বৈরাচার সরকারের দু:সময়ে দল ও দলীয় নেতাকর্মীদের ধরে রাখা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা বৈষম্যের শিকার

বেনজীরের পার্টনারদের তদন্তের আওতায় আনা হবে: দুদক

ঠিকানা টিভি ডট প্রেস: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পার্টনারদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশে-বিদেশে বেনজীর আহমেদের সঙ্গে যারা বিভিন্নভাবে অংশীদার এবং ব্যবসায়িক

গাজীপুরে বেক্সিমকো গ্রুপের কারখানায় আগুন দিল শ্রমিকরা

ঠিকানা টিভি ডট প্রেস: গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের জেরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১