নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই আহত হয়েছেন দুইজন।
গতকাল রোববার (১৪ জুলাই') রাত সোয়া ১১ টায় কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের জিরো পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে এ ঘটনা ঘটে।
এসময় 'তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার', 'চেয়েছিলাম ন্যায় বিচার, হয়ে গেলাম রাজাকার', ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
পরে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কাটা পাহাড় দিয়ে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সেই সময় অন্তত চার থেকে পাঁচজনকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কারের আন্দোলনে হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী লাঠি নিয়ে হামলা করেন। আন্দোলনরত কয়েকজনকে চড়-থাপ্পড় মারেন। নারী শিক্ষার্থীদের গালাগাল করেন। এতে প্রায় চার-পাঁচজন আহত হন। পরে একে একে সব পক্ষের নেতাকর্মীরা জিরো পয়েন্টে আসেন। সেখানে গিয়ে বিভিন্ন স্লোগান দেন।
তবে চবির সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, 'অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি। আমাকে একটি ছেলে ফোন করেছিল। কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি। আমি পরে ক্যাম্পাসে খবর নিয়েছি। এখন পর্যন্ত মারামারি বা অন্য কিছুর সংবাদ আমার কাছে আসেনি।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.