অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দর দখল এবং পার্বত্য অঞ্চল পুনর্দখলের আহ্বান জানিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরাভিত্তিক রাজনৈতিক দল টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা। তাঁর এ বক্তব্যে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রদ্যোত দেববর্মা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উত্তর-পূর্ব ভারতকে ভূমিবেষ্টিত অঞ্চল হিসেবে অভিহিত করেছিলেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, “ইউনূসকে ভুল প্রমাণ করতে হলে চট্টগ্রাম বন্দর দখল করা অপরিহার্য। এটি কেবল ত্রিপুরার নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক টিকে থাকার শর্ত।”
ত্রিপুরার সাবেক রাজপরিবারের এই সদস্য আরও বলেন, কৃত্রিম সীমানা টিকে থাকার নয়, বরং একটি সাংস্কৃতিক সীমানা গড়ে তোলা উচিত। তাঁর দাবি, বৃহত্তর ‘ত্রিপুরাল্যান্ড’ গড়ে তুলতে হলে বাংলাদেশ ও পাকিস্তান থেকে পুরোনো জমি পুনর্দখল করতে হবে।
সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, প্রতিবেশী দেশটি উসকানি দিচ্ছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, চাকমা, গারো ও খাসিয়াদের সাংস্কৃতিক বৈচিত্র্য ভারতের জন্য কৌশলগত সুবিধা সৃষ্টি করবে।
টিপ্রা মোথা পার্টি ২০২১ সালে রাজনৈতিক দলে রূপ নেয়। এর মূল দাবি বৃহত্তর ‘ত্রিপুরাল্যান্ড’ গঠন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.