নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি)। ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামাবাজার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে হতাহতের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, পাঁচ কক্ষ বিশিষ্ট কাঁচা বাড়িটিতে আগুনের কারণে পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।
আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে- বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.