চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ভোরের দর্পণ পত্রিকার ২৪ বছর পদার্পণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: করতোয়া গ্রæপ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত জাতীয় গণমাধ্যম দৈনিক ভোরের দর্পণ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ষপূতির এ আয়োজন সম্পন্ন হয়।

দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহেরের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মোঃ পারভেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ডিএমডি ফাইন্যান্স লাল হোসাইন, উপ সচিব নাজিম উদ্দিন, পিআইডি’র তথ্য অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট শিপিং ব্যবসায়ী সামিদুল হক, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন আবু তাহের, লায়ন আমজাদ হোসেন।

অধ্যাক আবুল খায়ের এর কোরান তেলওয়াত ও সাংবাদিক নুরুদ্দিন সাগরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক য্গ্মু-সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, মানবকণ্ঠের ব্যুরো প্রধান হাসান মুকুল, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান কামাল পারভেজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা ইমতিয়াজ শাওন, চট্টগ্রাম খবরের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, ক্লিক নিউজ সম্পাদক জালাল উদ্দিন সাগর, চাঁটগার বাণী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, লিও জেলার প্রাক্তণ সভাপতিদের পক্ষে লায়ন বদিউর রহমান, দৈনিক দেশ বাংলার বিভাগীয় ব্যুরো প্রধান সোহাগ আরেফিন, আনোয়ারা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

এতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আরফাত রহমান কোকো পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, দৈনিক সমকালের সুজিত দাশ, নজরুল ইসলাম, মানবকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, এশিয়ান এস পত্রিকার সিনিয়র রিপোর্টার বশির আল মামুন, নতুন সময়ের মোঃ ইসমাইল ইমন, ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম কাউছার, দৈনিক বর্তমান কথা’র গোলাম সরওয়ার, দৈনিক চিত্র ব্যুরো প্রধান জাহেদ কায়সার, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার রানা, রাজিব সেন প্রিন্স, ওসমান জাহাঙ্গীর, মুজিব উল্ল্যা তুষার, এম আর আমিন, সবুজ অরণ্য, দৈনিক পূর্বকোণ আনোয়ারা প্রতিনিধি সুমন শাহ, দৈনিক আজকের পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি ইমরান হোসাইন, শমীর পাল, তথ্য প্রযুক্তিবিদ টিটু প্রমূখ।

অনুষ্ঠানে ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে কামরুল ইসলাম দুলু, জোনায়েদ হোসেন, সনজয় সেন, কামরুল ইসলাম মোস্তফা, মোঃ শোয়াইব, শিব্বির আহমদ রানা, শাহেদ হোসেন ছোটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল, শ্রেণি পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী ফ্যাস্টিটরা ঘাপটি মেরে রয়েছে, সজাগ থাকতে হবে: ভিপি নুর

ডেস্ক রিপোর্ট: গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী স্বৈরাচারের দোসরদের অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। তিনি

সমালোচনার মুখে সমান হলো ‘ঢেউ খেলানো’ রাস্তা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী এলাকায় রোদ আর তীব্র তাপদাহে সড়কের পিচ উঠে ঢেউ তোলা রাস্তা তৈরি হয়েছে। ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে আহত

গাজীপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত বহু

নিজস্ব প্রতিবেদক; গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩ মে)

ইসরায়েলি আগ্রাসনে গাজার ৫০০ মসজিদ ধ্বংস, নিহত শতাধিক ইমাম

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় সাত মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে করে এখন পর্যন্ত গাজার হাজারো হাসপাতাল, বাড়ি-ঘর, ধর্মীয় স্থাপনা

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর)। দিবাগত মধ্যরাতে বনানীর নিজ বাসা

বইমেলায় হাসান শান্তনুর গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক চারটি বই

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ও গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর লেখা চারটি বই অমর একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। বইগুলো হচ্ছে- ‘সৎ সাংবাদিকতার একাল সেকাল’ (আবিষ্কার প্রকাশনী), গণমাধ্যম