
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ের কোরিয়ান গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর বায়েজিদ, আগ্রাবাদ ও চন্দনপুরার তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৯ মার্চ’) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বায়েজিদ স্টেশনের ফায়ার ফাইটার শিবলি সাদিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকাল ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনেরও কয়েকটি ইউনিট যোগ দিয়েছে। টেক্সটাইল মোড়ের ছয় তলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিস্তারিত তথ্য আর জানা যায়নি।