নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে এই মিছিল করেন তারা। তবে পুলিশ বলছে, মিছিলের বিষয়টি যাচাই করা হচ্ছে। ছবি দেখে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সিআরবি এলাকায় ২০ থেকে ২৫ জন মিলে একটি ঝটিকা মিছিল করছে। তাদের হাতে ব্যানার দেখা গেছে। মিছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসছে, বাংলাদেশ জাগছে, স্লোগান দিতে দেখা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, মিছিলটি আগের নাকি আজকের তা যাচাই করা হচ্ছে। আমাদের হাতে একটি ২৫ সেকেন্ডের ভিডিও ফুটেজ এসেছে। ছবি দেখে মিছিলকারীদের গ্রেপ্তার করা হবে।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.