নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল নিতে বিলম্ব করায় টোল প্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
রবিবার (২৬ জানুয়ারি)। রাতে এই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত বিএনপির নেতার নাম নাজমুল মোস্তফা ওরফে আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে। অন্যদিকে হেনস্থার শিকার কম্পিউটার অপারেটরের নাম মোহাম্মদ ইমন (২৮)। তিনি টোল প্লাজায় টোল তোলার দায়িত্বে আছেন।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরেও আঘাত করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।'
এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকে। এদিন মেয়রের গাড়ি বহর টোল প্লাজা অতিক্রমের সময় কিছুটা বিলম্ব হয়। এতে ওই বিএনপি নেতা অতিরিক্ত উত্তেজিত হয়ে কর্মীদের গালিগালাজ করেন এবং কম্পিউটারে আঘাত করেন। বড় ধরনের ক্ষতি না হলেও এ আচরণ নিন্দনীয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘যানজটের কারণে আরও অনেক যাত্রীর সঙ্গে তারা (টোলকর্মী) ঝগড়াঝাঁটি করছিলেন। আমি গাড়ি থেকে নেমে তাদের শান্ত করে ক্যাশ টাকা দিয়ে নামাজ পড়তে চলে যাই। জুমার নামাজ শেষের পথে তখন। আমি কাউকে লাঞ্ছিত বা মারধর করিনি।’