বলরাম দাশ অনুপম, কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় গেটম্যানের অনুপস্থিতিতে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনটি চকরিয়ায় পৌঁছালে পেকুয়া থেকে আসা একটি মালবোঝাই ট্রাক রেললাইন অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ কেবিনসহ আলাদা হয়ে যায়।
ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, মছনিয়াকাটা রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে গেটম্যান নেই। ফলে এ রকম দুর্ঘটনার ঝুঁকি সর্বদাই থাকে। তারা আশঙ্কা করছেন, এই অবহেলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থানেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.