চকনুর বাজার এলাকায় সড়ক ধসে বড় গর্ত: দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সদর থেকে জেলা সদরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের চকনুর বাজার এলাকায় একটি বড় অংশ ধসে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহনচালককে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকলেও এখনো সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া স্থানে প্রায় তিন ফুট গভীর গর্তের নিচে বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে। সাময়িকভাবে বালুর বস্তা, ইট এবং পাথর ফেলে সতর্কতা নেওয়া হলেও তা কার্যকর নয়। বিশেষ করে রাতে আলো কম থাকায় এবং বর্ষার সময় পানি জমে গেলে গর্তটি চেনা কঠিন হয়ে পড়ে—যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে।

স্থানীয় দোকানদার ইকবাল হোসেন বলেন,

“দুই সপ্তাহ ধরে মানুষ ভয় নিয়ে এই রাস্তা পার হচ্ছে। সামান্য অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আল-আমিন হোসেন বলেন, “এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী, কৃষিপণ্যসহ প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ এখনো সংস্কার কাজ শুরু হয়নি—এটা অত্যন্ত দুঃখজনক।”

স্থানীয়দের অভিযোগ—সড়কের নিচে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে ভিত্তি দুর্বল হয়ে রাস্তা ধসে গেছে। তাই শুধু সাময়িক মেরামত নয়, স্থায়ী সমাধান প্রয়োজন বলে দাবি তাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, “সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় কাজের নকশা প্রক্রিয়াধীন। খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে।”

তিনি আরও জানান, “সিরাজগঞ্জ থেকে চান্দাইকোনা পর্যন্ত পুরো সড়কটি দুই লেনে উন্নীত করার জন্য একনেকে একটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন হয়েছে।”

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক জানান, “এই সড়কটি রায়গঞ্জ-তারাশ ও সিরাজগঞ্জের মানুষের প্রধান যোগাযোগ পথ। অথচ মানুষের জান-মালের নিরাপত্তা বিবেচনা না করে রাস্তাটি অবহেলায় ফেলে রাখা হয়েছে—এটা উন্নয়ন নয়, মানুষের সাথে অবিচার। আমি দাবি করছি—দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে দ্রুততম সময়ের মধ্যে এখানে জরুরি মেরামত কাজ শুরু করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “এই এলাকায় উন্নয়ন হলে জনগণ লাভবান হবে, তাই শুধু প্রতিশ্রুতি নয়—কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।”

এদিকে ঝুঁকিতে থাকা যাত্রী ও স্থানীয়দের একটাই দাবি— “দুর্ঘটনা ঘটার অপেক্ষা নয়, এখনই সড়কটি সংস্কার করা হোক।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একশ’টি দলীয় কর্মসূচির প্রত্যেকটিতে অংশ নিয়েছি : ফরহাদ ইকবাল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, ছাত্রাবস্থা থেকে জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের কল্যাণে রাজনীতি করছি। ১/১১

আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

ঠিকানা টিভি ডট প্রেস: এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে পারেননি তিনি। কিন্তু সাংবাদিক হওয়ার ইচ্ছে

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন

ঠিকানা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক ও দলীয় সূত্রে এ তথ্য জানা

ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা হজ এজেন্সিগুলোর ৩৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সময়ে এ পর্যন্ত ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠ

সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ফের মাঠে নামছে এনসিপি

ডেস্ক রিপোর্ট: আত্মপ্রকাশের পর সাত মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাংগঠনিকভাবে এখনও শক্তিশালী হতে পারেনি দলটি। দেশজুড়ে সমন্বয়ক কমিটি দিয়ে চলছে এনসিপি। কেন্দ্রেও