নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌর ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির কমিটির সভাপতি হলেন জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও সাধারণ সম্পাদক সুকুমার সরকার।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয।
নির্বাচিত হওয়ার পরপরই বিভিন্ন মহল থেকে নানান শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আসছেন সুধি শুভাকাঙ্খিরা। এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও শুভেচ্ছাও জানানে হয়েছে। দীর্ঘদিন পর ত্যাগী নেতাদের নাম কমিটিতে স্থান পাওয়ায় আনন্দ বইছে সর্বমহলে।
নবনির্বাচিত সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির উন্নয়নে বিগত কমিটি যেভাবে মূল্যায়ন করেছে ঠিক তাঁর চেয়ে বেশি করার চেষ্টা করবো। সবাইকে সাথে নিয়ে থাকতে চাই। খুব শিগ্রই একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করে হবে।