
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রয়হাটি মাদ্রাসা মাঠ চত্বরে ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন ঠান্ডু।
ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ শাহীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার দুলাল, ঘুড়কা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ লুৎফর রহমান, সলঙ্গা থানা কৃষক দলের সভাপতি মোঃ আহসান হাবীব, থানা শ্রমিক দলের সভাপতি কে.এম হাবিব, ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।