অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে ভিজিটর সেন্টার, গ্যাস স্টেশন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশাসনিক ভবন, কর্মীদের আবাসন এবং বেশ কয়েকটি ঐতিহাসিক কাঠামো। খবর শাফাক নিউজের।
প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড তাপদাহ, নিম্ন আর্দ্রতা এবং দমকা হাওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পার্কের ভেতরে থাকা দমকলকর্মী ও হাইকারদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পার্কের সুপারিনটেনডেন্ট এড কেবল জানান, দাবানলে লজসহ বহু অবকাঠামো পুড়ে গেছে। উল্লেখ্য, নর্থ রিমে পার্ক অভ্যন্তরে থাকা একমাত্র আবাসিক ব্যবস্থা ছিল এই লজটি।
প্রথমে দাবানলটি নিয়ন্ত্রিতভাবে শুরু হলেও দ্রুত তা বড় আকার ধারণ করায় অগ্নিনির্বাপণের জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পার্ক কর্তৃপক্ষ সতর্ক করেছে, দাবানলে একটি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পুড়ে যাওয়ায় বিপজ্জনক ক্লোরিন গ্যাস ছড়াতে পারে, যা শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়ার কারণ হতে পারে।
নর্থ রিম, যা সাধারণত সাউথ রিমের তুলনায় কম ভিজিটর পায় এবং মৌসুমি ভিত্তিতে খোলা থাকে, বৃহস্পতিবার সম্পূর্ণভাবে খালি করা হয়েছে এবং এই মৌসুমে আর খোলা হবে না বলেও জানানো হয়েছে।
পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আরামার্ক নিশ্চিত করেছে, লজের সব কর্মী ও অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ও জরুরি বাহিনীর সদস্যরা নিরলস কাজ করছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.