নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাবেক কৃষিমন্ত্রীর মেয়ে উম্মে ফারজানা ডায়না।
এদিকে মৌলভীবাজার-৪ আসনের ছয়বারের সাবেক এই সংসদ সদস্যকে মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় নিজ বাসা থেকে গ্রেফতারে তথ্য দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।
আব্দুস শহীদ একাধিক মামলার আসামি, তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি ওসি।
মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ। শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পান ছয়বারের সাবেক এই সংসদ সদস্য ও সাবেক হুইপ।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর সরকার গঠনের পর একে একে গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.