গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) সকালে কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পায়েল ওই গ্রামের আত্তাব আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ শয়নঘরে পায়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় পায়েলের হাত ও পায়ে সিকল লাগানো ছিল বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পরিবারের সদস্যরা জানান, পায়েল মাদকাসক্ত ছিল এবং প্রায়ই চুরির সঙ্গে জড়িত থাকায় তাকে নিয়ন্ত্রণে রাখতে মাঝে মাঝে হাত-পায়ে সিকল দিয়ে বেঁধে রাখা হতো।
তবে এলাকাবাসীর অনেকেই বলছেন, সিকল লাগানো অবস্থায় কারও পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়—এ কারণে এটি রহস্যজনক মৃত্যু বলে মনে করছেন তারা। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘পায়েলের পরিবার বলছে সে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.