নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে এখনও কারফিউ জারি রয়েছে। চলমান নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে গত ১২ ঘণ্টায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।
বুধবার (১৭ জুলাই) এনসিপি’র ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জে সংঘর্ষের সূচনা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় হামলা চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও বিকেল ৬টা পর্যন্ত পুনরায় তা কার্যকর করা হয়েছে। কারফিউ আরও বাড়ানো হবে কিনা, তা পরিস্থিতি বিবেচনায় পরে জানানো হবে বলে প্রশাসন জানিয়েছে।
ঘটনার পরপরই এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৭৫ জনের এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।
কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। থমথমে পরিস্থিতিতে টহল জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.