গৃহ বধুকে কূপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের টারুটিয়া এলাকায় গৃহবধূকে কুপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা।

মামলা সূত্রে জানাজায়, সলঙ্গা থানার টারুটিয়া এলাকার সাদেক হাজীর ছেলে আলআমিন হোসেন (৩৫) একই এলাকার রহিম উদ্দিনের পূত্রবধুকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে রহিম উদ্দিন বিষয়টি আলআমিনের পরিবার ও এলাকার গন্যমান্য বাক্তিবর্গকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে আলআমিন ও তার পরিবারের লোকজন (১৩ ফ্রেব্রয়ারি) সকালে আব্দুর রহিম ও তার পরিবারের লোকজনের উপর আতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রহিম (৭০), ও তার ছেলে রজব আলী (৪০) গুরুতর আহত হয়।

এ ঘটনায় ১৮ ই ফ্রেব্রয়ারি রহিম উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ সলঙ্গা থানা আমলী আদালতে ১৩ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।

রহিম উদ্দিন জানান, আল-আমীন দীর্ঘদিন ধরে আমার ছেলে রজবের স্ত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানার পর আমি আল-আমীনের পরিবার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে, তারা বিচার দিবে বলে কালক্ষেপণ করে।

আমার ছেলে রজব আলী থানাতে গিয়েছিল অভিযোগ দিতে। ফের তারা বিচারের আশ্বাস দিলে অভিযোগ না করে বিচারের আশায় ছিলাম। শালিস বসতে কেন দেরি করছে জানতে চাওয়ায় আল-আমীন ও তার বড় ভাইদের সাথে ঘটনার দিন সকালে আল-আমীন ও বড় ভাইদের সাথে কথা-কাটাকাটি হয়।

পরে মাদ্রাসায় আমার ছেলেকে একা পেয়ে আল-আমীন ও তার ভাইয়েরা সহ পরিবারের লোকজন আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করে হাত ভেঙ্গে দেয়। পরে আবার আমাকে একা পেয়ে বেধরক মারপিট করে ও হত্যার হুমকি দেয়।

আমি এখন কিছুটা সুস্থ্য হলেও আমার ছেলে রজব আলী হসপিটালেই আছে। তার হাত ভেঙ্গে গিয়েছে অপারেশন করা হয়েছে।

আর মাথায় দা দিয়ে কোপ দিয়েছিল সেখানেও নিয়মিত ড্রেসিং চলছে। মাথার উন্নত চিকিৎসার জন্য ডাঃ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নিতে বলেছে।

আমি এলাকায় বিচার না পেয়ে কোর্টে মামলা করেছি। আমি আল আমিনের শাস্তি ও সুষ্ঠ্য বিচার আশা করছি।

এ ব্যপারে জানতে আল-আমিন হোসেনের খোজ নিতে গেলে তাকে পাওয়া যায় নি।

আল-আমীনেরের বড় ভাই আয়চাঁন আলী বলেন, আমার ছোট ভাই রজবের স্ত্রীকে কু প্রস্তাব দিয়েছিল এ নিয়ে একটু সমস্যা হয়েছিল। তারা বিচার চেয়েছিল কিন্তু আমাদের শালিশে বসতে একটু দেরি হওয়ায় তারা আল-আমীনকে প্রথমে পায়ে মেরেছিল। পরে আমরা তাদের মেরেছিলাম। পরে শুনেছি রজবের হাত ভেঙ্গে গিয়েছে হাসপাতালে আছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফিটনেস ট্রেইনার শিমুর সঙ্গে সোহেল তাজের বিয়ের ছবি প্রকাশ্যে এলো

অনলাইন ডেস্ক: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ আবারও বিয়ে করেছেন। বেশ কয়েকদিন আগে রাজধানীতে অনাড়ম্বর

ইরানে পোশাক খুলে প্রতিবাদ বিশ্ববিদ্যালয় ছাত্রীর

ঠিকানা টিভি ডট প্রেস: ইরানের পোশাক আইনের বিরুদ্ধে এক তরুণী তার পরা কাপড় খুলে প্রতিবাদ জানিয়েছেন বলে খবর হয়েছে। অনলাইন ভিডিও ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে

১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার হয়রানিমূলক মামলা করা হয়। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট

যমুনার ভাঙ্গণে বিলিনের পথে শাহজাদপুরের ৭ গ্রাম

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি, জালালপুর ও কৈজুরি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে হাট পাচিল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে চলছে যমুনা নদীর ব্যাপক ভাঙ্গণ।

চুরির অভিযোগে বেঁধে গণপিটুনি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে দু’জন নিহত হয়েছে। নিহতরা হলেন, অষ্টগ্রামের কাগজি গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৮) ও

শাহজাদপুরে চা বিক্রি করে সংসার চালায় শিশু সুমাইয়া

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে বইখাতা ফেলে গত ১ বছর হল চা বিক্রি করে সংসার চালাচ্ছে