গৃহ বধুকে কূপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের টারুটিয়া এলাকায় গৃহবধূকে কুপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা।

মামলা সূত্রে জানাজায়, সলঙ্গা থানার টারুটিয়া এলাকার সাদেক হাজীর ছেলে আলআমিন হোসেন (৩৫) একই এলাকার রহিম উদ্দিনের পূত্রবধুকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে রহিম উদ্দিন বিষয়টি আলআমিনের পরিবার ও এলাকার গন্যমান্য বাক্তিবর্গকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে আলআমিন ও তার পরিবারের লোকজন (১৩ ফ্রেব্রয়ারি) সকালে আব্দুর রহিম ও তার পরিবারের লোকজনের উপর আতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রহিম (৭০), ও তার ছেলে রজব আলী (৪০) গুরুতর আহত হয়।

এ ঘটনায় ১৮ ই ফ্রেব্রয়ারি রহিম উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ সলঙ্গা থানা আমলী আদালতে ১৩ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।

রহিম উদ্দিন জানান, আল-আমীন দীর্ঘদিন ধরে আমার ছেলে রজবের স্ত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানার পর আমি আল-আমীনের পরিবার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে, তারা বিচার দিবে বলে কালক্ষেপণ করে।

আমার ছেলে রজব আলী থানাতে গিয়েছিল অভিযোগ দিতে। ফের তারা বিচারের আশ্বাস দিলে অভিযোগ না করে বিচারের আশায় ছিলাম। শালিস বসতে কেন দেরি করছে জানতে চাওয়ায় আল-আমীন ও তার বড় ভাইদের সাথে ঘটনার দিন সকালে আল-আমীন ও বড় ভাইদের সাথে কথা-কাটাকাটি হয়।

পরে মাদ্রাসায় আমার ছেলেকে একা পেয়ে আল-আমীন ও তার ভাইয়েরা সহ পরিবারের লোকজন আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করে হাত ভেঙ্গে দেয়। পরে আবার আমাকে একা পেয়ে বেধরক মারপিট করে ও হত্যার হুমকি দেয়।

আমি এখন কিছুটা সুস্থ্য হলেও আমার ছেলে রজব আলী হসপিটালেই আছে। তার হাত ভেঙ্গে গিয়েছে অপারেশন করা হয়েছে।

আর মাথায় দা দিয়ে কোপ দিয়েছিল সেখানেও নিয়মিত ড্রেসিং চলছে। মাথার উন্নত চিকিৎসার জন্য ডাঃ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নিতে বলেছে।

আমি এলাকায় বিচার না পেয়ে কোর্টে মামলা করেছি। আমি আল আমিনের শাস্তি ও সুষ্ঠ্য বিচার আশা করছি।

এ ব্যপারে জানতে আল-আমিন হোসেনের খোজ নিতে গেলে তাকে পাওয়া যায় নি।

আল-আমীনেরের বড় ভাই আয়চাঁন আলী বলেন, আমার ছোট ভাই রজবের স্ত্রীকে কু প্রস্তাব দিয়েছিল এ নিয়ে একটু সমস্যা হয়েছিল। তারা বিচার চেয়েছিল কিন্তু আমাদের শালিশে বসতে একটু দেরি হওয়ায় তারা আল-আমীনকে প্রথমে পায়ে মেরেছিল। পরে আমরা তাদের মেরেছিলাম। পরে শুনেছি রজবের হাত ভেঙ্গে গিয়েছে হাসপাতালে আছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৮’বিচারপতিকে বোকা বানিয়ে ৪বার জামিন নিলেন ইউপি চেয়ারম্যান’

নিজস্ব প্রতিবেদক: একজন দুজন নয়, রীতিমতো ৮ জন বিচারপতিকে বোকা বানিয়ে হাইকোর্ট থেকে ৪বার জামিন নিয়েছেন রংপুর বদরগঞ্জের এক ইউপি চেয়ারম্যান। শুধু তাই নয়, হাইকোর্টে

প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক: নাটোরে আশ্বাস দিয়ে বিয়ে না করায় প্রেমিক মদাদুল ইসলামকে (৩০) অপহরণ করে কুপিয়ে জখম করেছেন তার প্রেমিকা মনি খাতুনের (২৭) বৃহস্পতিবার (১৮ এপ্রিল’)

হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক: বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। অধিকাংশ দেকানেই নেই ভোজ্যতেলটি। দু একটি দোকানে পাওয়া গেলেও বোতালের গায়ে লেখা দামের চেয়ে

বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের সংকটকালীন মুহূর্তে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই স্যালুট জানায় আমেরিকা। সোমবার রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ

সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জামায়াতে আমিরের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ডিসেম্বর)। রাজধানীর কাকরাইলের

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।