গুমের মামলায় ডিজিএফআইয়ের পাঁচ সাবেক প্রধানসহ ২৮ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুমের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের সাবেক ২৮ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (৮ অক্টোবর) তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এই পরোয়ানা জারি করা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অভিযুক্তদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিজিএফআইয়ের পাঁচ সাবেক মহাপরিচালকসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তা।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) ও র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটক রেখে ৩৪ জনকে গুম ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়। এর মধ্যে টিএফআই সেলের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৭ জন এবং জেআইসি সেলের ঘটনায় ১৩ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে আছেন তিন লেফটেন্যান্ট জেনারেল, পাঁচ মেজর জেনারেল, ছয় ব্রিগেডিয়ার জেনারেল, তিন কর্নেল এবং পাঁচ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। তাঁদের মধ্যে ১১ জন এখনো সশস্ত্র বাহিনীতে কর্মরত।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযুক্তদের গ্রেপ্তার করে আগামী ২২ অক্টোবর শুনানির জন্য হাজির করার নির্দেশ দেয়।

তাজুল ইসলাম বলেন, আসামিরা রাষ্ট্রীয় বাহিনীর নাম ব্যবহার করে মানুষকে গোপন স্থানে আটক, নির্যাতন ও গুমের মতো অপরাধে জড়িত ছিলেন। এই দায় কোনো বাহিনীর নয়, এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত অপরাধ। তিনি জানান, গত এক যুগে দেশে সাড়ে তিন হাজারের বেশি গুমের অভিযোগ উঠেছে, যার মধ্যে ৩৪৫ জন এখনো নিখোঁজ।

ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুমের শিকার হয়ে ফিরে আসা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, হুম্মাম কাদের চৌধুরী ও মাইকেল চাকমা প্রমুখ। তাঁরা বলেন, বিচার কার্যক্রম শুরু হওয়ায় গুমের শিকার পরিবারগুলোর মধ্যে ন্যায়বিচারের প্রত্যাশা জেগেছে।

ট্রাইব্যুনালের আইনে অভিযুক্ত কেউ সরকারি পদে বহাল থাকতে পারবেন না। আদালত ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসছেন বিডিআর জওয়ানরা

গাজীপুর প্রতিনিধি: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দি তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা কারাগার

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ৮ ঘণ্টা শ্রম, বাঁচার মতো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক

সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশেও সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে

আমরা লঞ্চঘাট-বাসস্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয়-আদালতে জামায়াতের লোক: বিএনপি নেতা আলতাফ

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা

শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয়, আলেমদের মতামত

ঠিকানা টিভি ডট প্রেস: শবে বরাত ইসলামি ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস ও ইসলামি স্কলারদের মতে, এই রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই

রংপুরে জিএম কাদেরের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায়