নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।,
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ডাক্তারদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করে পরিবার ও দলের পক্ষ থেকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।
তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, ‘সবার দোয়ায় এই যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।’
এদিকে, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনায় প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.