তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের আওতায় এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভিজিট অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারপুরে বাংলার প্রথম স্বাধীন জমিদার ঈশা খাঁর সমাধি, টলেন্টিনুর সাধু নিকোলাসের গির্জা পরিদর্শন করেন রাজশাহী ও গাজীপুরের সিএসও বৃন্দ।
এছাড়াও পানজোড়ায় নারীর প্রতি সহিংসতা চিরতরে বন্ধ করতে উঠান বৈঠকে যোগদান করেন ভিজিট টিমের ৪০ জন অংশীজন।
উঠান বৈঠকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার বৈষম্য দূরীকরণে করণীয় বিষয়ে মূল বক্তব্য রাখেন রওশন আরা।
সমাপনী অনুষ্ঠানে অগ্নি প্রকল্পের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে অর্জিত অভিজ্ঞতা সবার মাঝে উপস্থাপন করেন রাজশাহীর সিএসও সদস্য শারমিন আক্তার ও গাজীপুরের শ্রীপুরের সিএসও সদস্য সেলিনা আক্তার।
এসময় অগ্নি প্রকল্প এর সমন্বয়কারী আসমা খানম রুবা, গাজীপুর জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান ও রাজশাহী জেলা ব্যবস্থাপক মো. হাসিবুল হাসান পল্লব ও ডাটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট মো. মহসিন আলী, মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার জান্নাতুল আনজুম অর্পি, ফিন্যান্স এন্ড এডমিন'র সহকারী ব্যবস্থাপক প্যামেলিয়া সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।