নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন কাঁচাবাজারে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৫০টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, যার মধ্যে মুরগির দোকান, আলু-পিঁয়াজ, মসলা ও মুদি দোকানসহ নানা ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ছিলো।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোর ছয়টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভোগরা ও জয়দেবপুর ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, বাজারজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। মসলা ব্যবসায়ী আনিসুর রহমান জানান, মসলা পট্টি থেকে আগুনের সূচনা হয় এবং দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস বলেছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.