আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে টানা তিনদিন ধরে গভীর আলোচনার পরও গ্রহণযোগ্য কোনও ফলাফল না আসায় আলোচনা স্থগিত করেছেন মধ্যস্থতাকারী দেশগুলো।
মিশরের নিরাপত্তা সূত্রগুলো এ খবর দিয়েছে। আলোচনা স্থগিত হওয়া এবং কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য তারা ইসরাইলকে দোষারোপ করেছে। মিশরের নিরাপত্তা সূত্রগুলো বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরাইলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে।'
নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে মিশরীয় সূত্রগুলো বলেছে, ইসরাইলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের আলোচনার ব্যাপারে আন্তরিকতার বিষয়টি প্রশ্নের মুখে পড়ে। তবে ইসরাইলের ইয়েদিওথ আহারোনথ পত্রিকা জানিয়েছে, ইহুদিবাদী সরকার এখনো আলোচনার প্রক্রিয়া বন্ধ করেনি।
গাজা যুদ্ধবিরতির ব্যাপারে গভীর আলোচনার মধ্যে ইসরাইল গাজা উপত্যকায় কমপক্ষে দুটি বর্বর হত্যার ঘটনা ঘটিয়েছে যাতে ৪০০’র বেশি মানুষ হতাহত হয়েছেন। ইসরাইলের এই গণহত্যা গাজা যুদ্ধবিরতির প্রক্রিয়ায় প্রভাব ফেলে থাকতে পারে। তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসের উপ-প্রধান খালিল আল-হাইয়া ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.