গাজায় মৃত্যুর মিছিলে কবরের জায়গাও নেই

অনলাইন ডেস্ক: টানা ২২ মাস ধরে এক অবিরাম মৃত্যুর ছায়ায় দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা, আর সেই সঙ্গে বাড়ছে কবরের সংকট। হাসপাতালের করিডোর, স্কুলের বারান্দা, ধ্বংসস্তূপ, রাস্তাঘাট এমনকি বাড়ির উঠোন—সব জায়গাই যেন রূপ নিয়েছে অস্থায়ী মরদেহ রাখার স্থানে। গাজায় এখন কবর দেওয়ার মতো জায়গাও মিলছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। এখনও ধসে পড়া ভবনের নিচে অন্তত ১০ হাজার মানুষ চাপা পড়ে আছেন বলে জানানো হয়েছে।

তবে গত ৬ জুলাই প্রকাশিত একটি স্বাধীন জরিপে আরও ভয়াবহ চিত্র উঠে এসেছে। মেড-আর্কাইভে প্রকাশিত প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের তথ্যমতে, ১৫ মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি নারী, শিশু ও বৃদ্ধ।

জরিপ অনুসারে, সহিংসতায় সরাসরি প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫ হাজার ২০০ জন এবং অনাহারে মারা গেছেন আরও ৮ হাজার ৫৪০ জন। এ গবেষণা পরিচালিত হয়েছে সরাসরি সাক্ষাৎকার ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। কারণ, সরকারি হিসাবে কেবল হাসপাতালে পৌঁছানো লাশগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, জরিপে গাজা শহর, উত্তরের অঞ্চল ও রাফাহ অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, কারণ সেখানে তখনও চলছিল ভয়াবহ হামলা ও জোরপূর্বক উচ্ছেদ। তবে ওই অঞ্চল থেকে পালিয়ে আসা শরণার্থীরা জরিপে অংশ নিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ছয় মাস আগে শেষ হওয়া এই জরিপ এখনো প্রাসঙ্গিক। কারণ, পরিস্থিতি আরও অবনতি হয়েছে। শুধুমাত্র মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৫০০-এরও বেশি ফিলিস্তিনি। মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

জাতিসংঘের মুখপাত্র থামিন আল-খেতান জানিয়েছেন, এখন পর্যন্ত ত্রাণ বিতরণকেন্দ্র ও সংশ্লিষ্ট সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৮৭৫ জন। গাজার সরকারি তথ্য অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর পানি বিতরণ কেন্দ্রগুলোতেও হামলায় নিহত হয়েছেন ৭০০ জনের বেশি।

অপরদিকে, গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনক হারে বাড়ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, প্রতি ১০ জন শিশুর একজন বর্তমানে অপুষ্টিতে ভুগছে।

ইতোমধ্যে গাজার উত্তরের অন্তত ১৬টি এলাকায় নতুন করে জোরপূর্বক উচ্ছেদের হুমকি দিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ইসরাইলি বাহিনীর এক মুখপাত্র জানান, গাজা শহর ও জাবালিয়ার নির্দিষ্ট কিছু এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত দক্ষিণের আল-মাওয়াসির এলাকায় সরে যেতে বলা হয়েছে।

এদিকে, গাজা যুদ্ধ এবং অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক উদ্যোগও শুরু হয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৩০টিরও বেশি দেশের কর্মকর্তারা দুই দিনের বৈঠকে মিলিত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার দেশের সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগরীর পুলিশ কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২১ আগস্ট’) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা

যেভাবে ফেসবুক পোস্টে উদ্ধার পেল সিলেটে বন্যায় আটকে পড়া একটি পরিবার

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও প্রবলবর্ষণে সিলেটের নদ-নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এদিকে

পানির জন্য হাহাকার: যশোরে ২৪ হাজার নলকূপ অকেজো

জেমস আব্দুর রহিম রানা: যশোরের পানির জন্য হোক হাহাকার তৈরি হয়েছে। এক লিটার সুপেয় পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে এক কিলোমিটার দূরে। তবু মিলছে না

রাইসির মৃত্যুর খবরে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্য কর্মকর্তা নিহত হয়েছেন। অপর দিকে সৌদি আরবের বাদশাহ সালমানও

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’সহ চার যুবক গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন শহর কুয়াকাটাকে ঘিরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’ এবং ইয়াবাসহ চার যুবককে