আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে—খবর আনাদোলু এজেন্সির।
বিবৃতিতে বলা হয়, দুই দিনের অভিযানে নিহতদের যোগ করলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় মোট ৫৭ হাজার ২৬৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৩৫ হাজার ১৭৩ জন। তবে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইসরায়েলের ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।
১৫ মাসের টানা অভিযান ও আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে মাত্র দুই মাসের মাথায় গত ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় দফায় এ পর্যন্ত গাজায় আরও ৬ হাজার ৭১০ জন নিহত এবং ২৩ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।
জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে অন্তত ৩৫ জন এখনো জীবিত বলে ধারণা করছে আইডিএফ, এবং সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.