আন্তর্জাতিক ডেস্ক: গত ৭ অক্টোবর থেকে গাজায় যে ইসরায়েলি আগ্রাসন চলছে তাতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় ইসরায়েল-হামাস যুদ্ধে কোনো পরিবর্তন না আসলে ‘গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ।
শুক্রবার (১ মার্চ') এ কথা বলেছে জাতিসংঘ।
এ প্রসঙ্গে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লার্কে বলেছেন, একবার দুর্ভিক্ষ ঘোষণা করা হলে তা অনেকের জন্যই অনেক দেরী হয়ে যাবে। আমরা সেই পরিস্থিতি চাই না এবং তার আগেই পরিস্থিতি উন্নতি করতে চাই।
মানবিক সংস্থাগুলো বলছে, গাজার ২২ লাখ লোকের জন্যে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ।
লার্কে বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে এবং বর্তমানের একই ধারায় চলতে থাকলে গাজায় দুর্ভিক্ষ ঠেকানো যাবে না।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.