অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর শনিবারের টানা হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দিনভর বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।
সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় বিতর্কিত মানবাধিকার সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে। ইসরায়েলি সেনাদের গুলিতে সেখানে অন্তত ৩৪ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা নিতে এসেছিলেন।
এ ছাড়া, গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় বহু নারী-শিশু হতাহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে পরিস্থিতি চরম আতঙ্কজনক।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত ৫৭ হাজার ৮৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক মহলের একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.