গাজায় একদিনে ৭২ নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩৩০

অনলাইন ডেস্ক: ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার অন্তত ৭২ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জনে। হাসপাতাল পর্যন্ত পৌঁছানো নিহত ও আহতদেরই এ হিসাবে ধরা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে থাকা বহু মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি সরঞ্জামের অভাব ও অব্যাহত হামলার কারণে, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

অভিযানের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণসামগ্রীর প্রবেশ সীমিত করায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের শুরু থেকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে ২০১ জনের, এর মধ্যে ৯৮ জন শিশু। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ১ হাজার ৭৭২ জন, যার মধ্যে শুক্রবারই প্রাণ হারিয়েছেন ১৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাস ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায়, যাতে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হন। এর পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। টানা ১৫ মাসের বেশি সময় অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও, ১৮ মার্চ থেকে আইডিএফ পুনরায় হামলা শুরু করে। দ্বিতীয় দফার অভিযানে গত পাঁচ মাসে নিহত হয়েছেন ৯ হাজার ৮২৪ জন এবং আহত হয়েছেন প্রায় ৪০ হাজার ৩১৮ জন ফিলিস্তিনি।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ অকার্যকর করা ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত 

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর,সিরাজগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্ততি নিতে ঢাকায় পাকিস্তানের অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আমন্ত্রণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন। এই সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানের

বিএনপি নেতার অনুষ্ঠানে বক্তব্য দিলেন হত্যা মামলার আসামি, খুঁজে পায় না পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী শ্রমিকদলের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ছাত্র-জনতা আন্দোলনে সরাসরি হামলায় অংশ

মন্ত্রী হবার অফার: মান্নার নতুন স্টান্টবাজি

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে প্রায় পরিত্যক্ত আবর্জনার ডাস্টবিনে পড়ে থাকা মাহমুদুর রহমান মান্না নিজের ওজন বাড়াতে এবং রাজনীতিতে নিজের অবস্থান জানান দেওয়ার জন্য নতুন স্টান্টবাজি গ্রহণ

টাঙ্গাইলে সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের রাসায়নিক শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে নদী-খাল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সোদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের রাসায়নিক শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে লৈহজং নদী ও পাকুল্যা খালের পানি। কারখানার কেমিকেলের দুর্গন্ধে বিপর্যয়ের মুখে

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুখবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারায় ১৮ হাজার শ্রমিককে সব ধরনের সহায়তা দেয়া হবে। শুক্রবার প্রধান