আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪ জনে।
সোমবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামলায় ৬০ জন নিহত ও ৩৪৪ জন আহত হয়েছেন। একই সময়ে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩০ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষজনিত মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
এ ছাড়া গত ২৭ মে থেকে জরুরি খাদ্য ও ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলাকালে ইসরায়েলি বাহিনী অন্তত ১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে ১৪ হাজার ৭০১ জনকে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি।
তবুও হামলা থামছে না। গাজায় অব্যাহত এই হত্যাযজ্ঞের নিন্দায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া জানানো হচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.