অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
রবিবার (৬ জুলাই) শুধু গাজা সিটিতেই কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে।
এই অঞ্চলের শেখ রাদওয়ান পাড়ায় মধ্যরাতে হামলায় ক্ষতিগ্রস্তরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
একটি হামলায় বেঁচে যাওয়া মাহমুদ আল-শেখ সালামা বলেছেন, রাত ২টায় তিনি ঘুমাচ্ছিলেন। এসময় শুরু হয় হামলা।
তিনি আল জাজিরাকে বলেন, আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম এবং কিছুক্ষণ পরেই আরেকটি বিস্ফোরণ ঘটে।
আমরা ছুটে গেলাম... এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে। চারটি পরিবার, অনেক বাসিন্দা আটকা পড়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.