অনলাইন ডেস্ক: গাজায় ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে ইতালি ও স্পেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইতালি ও স্পেনের পাঠানো নৌযান দুটি বহরে থাকা জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সম্ভাব্য উদ্ধার অভিযানেও অংশ নেবে। এর আগে তিউনিসিয়া ও গ্রিস উপকূলে একাধিকবার ড্রোন হামলায় ফ্লোটিলার কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান মানবাধিকারকর্মীরা। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয় দুই ইউরোপীয় দেশ।
আল জাজিরা জানায়, মঙ্গলবার নৌবহরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায়। তিউনিসিয়া, গ্রিসসহ বিভিন্ন দেশ থেকে রওনা দেওয়া সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ একসঙ্গে চলছিল।
স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধার কারণে এর আগের চারটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এবার পঞ্চম দফায় প্রায় ৫০টি জাহাজ নিয়ে যাত্রা করেছে বহরটি। এতে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৪ দেশের মানবাধিকারকর্মীরা অংশ নিয়েছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.