রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে প্রকাশ্য দিবালোকে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক জামাতা। শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোডাউন বাজার এলাকায় কাপ্তাই সড়কের পাশে এ ঘটনা ঘটে। হত্যার পর পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ঘাতককে আটক করে।
নিহত ব্যক্তি ওসমান গণি (৫২) রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মোহাম্মদ হোসেন (৪০) পূর্ব সরফভাটা ইউনিয়নের আজলা গ্রামের মো. হাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নিহত ওসমান গণি নিজ এলাকায় গরুর খামার চালাতেন। শুক্রবার সকালে তিনি তিনটি গরু বিক্রির উদ্দেশ্যে গোডাউন বাজারে আনেন। দুটি গরু বিক্রির পর, তৃতীয় গরু বিক্রির সময় মোহাম্মদ হোসেন দা হাতে হাটে এসে প্রকাশ্যে তাঁকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মরদেহটি কাপ্তাই সড়কে পড়ে ছিল।
স্থানীয়রা জানান, হামলার পর পালাতে গেলে ঘাতককে ধরে ফেলে বাজারের লোকজন। পরে তাকে কাছের সিএনজি অটোরিকশা অফিসে আটক রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হত্যার পূর্বে ঘাতক দা'টি একটি পাকা দেয়ালের সঙ্গে শান দেন, এরপর শ্বশুরের মাথায় একাধিকবার আঘাত করে।
নিহতের মেয়ে রিনা আক্তার (২২) জানান, ২০১৯ সালে তাদের বিয়ে হয়। সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত বছর বাবার বাড়িতে চলে আসেন। তিনি জানান, হত্যাকারী পূর্বপরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করেছে এবং এর ন্যায়বিচার দাবি করেন।
ঘাতক মোহাম্মদ হোসেন জানান, স্ত্রী তার অজান্তে স্বর্ণালঙ্কার নিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিল এবং সন্তানদের একজনকে নিয়ে যায়। ছেলেকে দেখতে গেলেও শ্বশুরপক্ষ তাকে হুমকি দেয়। তাই প্রতিশোধ নিতে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘাতককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.