নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ায় নিজ দলের নেতা-কর্মীদের ওপর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২৭ জানুয়ারি)। রাতে তার ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ছোট ভাই এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর শেখ ও পৌর যুবদলের সভাপতি তাইজুল শেখের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল গণঅধিকার কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালায়। আহতদের মারধর শেষে তাদের ডাস্টবিনের পাশে ফেলে রেখে যাওয়া হয়।
নুরুল হক নুর লেখেন, ‘১৬ বছর ধরে আওয়ামী লীগের জুলুমের শিকার বিএনপির নেতা-কর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ সত্যিই অপ্রত্যাশিত। ভুলে যাবেন না, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকেই গণঅধিকার পরিষদের জন্ম। প্রয়োজনে নব্য জালিমদের বিরুদ্ধেও নতুন লড়াই শুরু হবে।’
তিনি আরও উল্লেখ করেন, এর আগেও পটুয়াখালী, বাকেরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদের দ্বারা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।'