নিজস্ব প্রতিবেদক: পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট। রোববার (২৫ আগস্ট) সকালে গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর আগে পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়ার কথা জানায় কর্তৃপক্ষ।'
এজন্য ভাটি অঞ্চলে আতঙ্কিত না হতে সতর্ক করা হয়েছে। তবে যেটুকু পানি নির্গমন হবে, তাতে কর্ণফুলী নদী বা ভাটিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল ৪টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৬৭ ফুট এমএসএল।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.