খুলনা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা ও সাবেক জনপ্রতিনিধিসহ ৫৫ জনের বিরুদ্ধে খুলনা মহানগর আদালত মামলা গ্রহণ করেছেন। মামলাটির আবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি।
রোববার আদালত মামলার আবেদন গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। সোমবার (১৮ আগস্ট) রাতে বাদী পক্ষের আইনজীবী মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামি তালিকায় যাদের নাম আবেদন করা হয়েছে তারা হলো, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন, বেগম মুন্নুজান সুফিয়ান, আব্দুস সালাম মুর্শেদী, শেখ হেলাল উদ্দিন, নারায়ণচন্দ্র চন্দ, আক্তারুজ্জামান বাবু, রশীদুজ্জামান মোড়লসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
মামলার আবেদনে জানা যায়, ২০২৪ সালের ৩১ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি মিছিল বের করে। মিছিলটি খুলনার সাতরাস্তা মোড়ে পৌঁছালে প্রথমসারির নেতৃবৃন্দের নির্দেশে অন্য আসামিরা শর্টগান, পিস্তল, বোমা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এতে অনেক ছাত্র রক্তাক্ত জখম হন এবং প্রাণ ভয়ে দিকবিদিক ছুটতে থাকেন। আশপাশের ক্লিনিকে আহতদের ভর্তি করা হলে সেখানে গিয়েও হামলার অভিযোগ আনা হয়েছে।
বাদী পক্ষ জানায়, এ ঘটনায় ১০ আগস্ট খুলনা থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে ১২ আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.