সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনী বাজার তদারকিতে শিক্ষার্থীরা,তারা মূল্যতালিকা ঝুলিয়ে রাখা এবং বাড়তি দাম না নেওয়ার পরামর্শ দেন বিক্রেতাদের। বুধবার (১৪ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয় বিভিন্ন বাজারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তানভীর আহম্মেদ চঞ্চল বলেন, বাজারগুলোতে তদারকি করছি।
বাড়তি দাম না নেওয়া ও ভেজাল পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের সাবধান করা হচ্ছে। একইসাথে মূল্যতালিকা ঝুলিয়ে রাখতে বলা হচ্ছে।
কাঁচাবাজারে তদারকিতে থাকা শিক্ষার্থী বলেন, বাজারগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে। পণ্যের বাড়তি মূল্য নেওয়া যাবে না।
বুধবার (১৪ আগস্ট) বাজারে মূল্যতালিকা ঝোলানোর পরামর্শ দেওয়া হয়েছে। চাঁদাবাজির ঘটনা ঘটলে শিক্ষার্থীদের জানানোর জন্য বলা হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.