খিলগাঁওয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অপহরণের পর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৩১ মে) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম তরিকুল ইসলাম (২৭)।

বৃহস্পতিবার (১ জুন) সকালে এ তথ্য জানান র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক।

তিনি জানান, ২০২১ সালের ৩০ জুন ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে বাসার সামনে খেলাধুলা করার সময় আসামি তরিকুল অপহরণ করেন। পরে শিশুটির পরিবার তরিকুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অপহরণ মামলা করেন। পুলিশ শিশুটিকে গাজীপুর এলাকা থেকে উদ্ধার ও আসামি তরিকুলকে গ্রেফতার করে।

এ মামলায় তরিকুল ১৬ মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। এদিকে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকা তরিকুলকে র‍্যাব-২ এর একটি দল বুধবার (৩১ মে) ঢাকার খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন আসামি তরিকুল।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘রাতের আঁধারে মুছে ফেলা হচ্ছে ঢাকা কলেজের দেয়ালে আঁকা গ্রাফিতি’

ঢাকা কলেজ প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে দেয়াল গ্রফিতির মাধ্যমে বৈপ্লবিক ঘটনাবলির স্মৃতিকে ফুটিয়ে তুলেছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কিন্তু ঐতিহাসিক এসব গ্রাফিতি রাতের আঁধারে মুছে ফেলা হচ্ছে।

শাহজাদপুরে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার  

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আব্দুল আলিম মোল্লা (৪৫) গত বুধবার সন্ধ্যায় মাছ ধরতে ডেকে নিয়ে গিয়ে ৫ বছরের এক শিশুকে

কোন আশ্বাসে চাঙ্গা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। দীর্ঘদিন ধরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ২০১৮ পর থেকে তিনি বিএনপির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বেগম

ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাত দিনের মাথায় আবারও মোবাইল ফোনে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে সরকারি একটি

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র

সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় ১৭০০ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াবহতার অবসান ঘটেছে আগেই। সারা বিশ্বেই এই মহামারি সংক্রান্ত নানা বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। হাত ধোয়া, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব