খালেদা-ফখরুলের কী কথা হল’

নিজস্ব প্রতিবেদক: কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালই প্রথম দেখা করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। গতকাল রাত ৮ টার দিকে তিনি ফিরোজায় যান এবং ১ ঘণ্টা বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ফিরোজায় যান তখন তিনি একা ছিলেন, তার সঙ্গে অন্য কোন নেতাকে দেখা যায়নি। মির্জা আব্বাস কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পেলেও তাদেরকে বাদ দিয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেগম খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার হয়েছে। আর এই সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোন রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। কারণ, যদি এটি কারামুক্তির পর বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতো তাহলে অন্য কার মতো নেতাদেরকেও তিনি ডাকতেন। কিন্তু সেটি হয়নি বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এককভাবে ডাকার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া একটি বার্তা দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি৷ বিএনপির তথ্য সেল থেকে বৈঠকের খবর নিশ্চিত করা হয়েছে মাত্র।

তবে বিভিন্ন সূত্র বলছে, যে চলমান রাজনৈতিক ব্যর্থতা, তারেক জিয়ার নেতৃত্ব এবং সাংগঠনিক পুনর্বিন্যাস নিয়ে বেগম খালেদা জিয়া পরামর্শ দিয়েছেন। যদিও এখন বেগম খালেদা জিয়া দলের কোন দায়িত্বই পালন করছেন না। তিনি নামকাওয়াস্তে দলের চেয়ারপার্সন। বিএনপি এখন তারেক জিয়ার নেতৃত্বেই চলছে। তারেক জিয়ার কথাই শেষ কথা। বেগম খালেদা জিয়া রাজনৈতিক বিষয়ে নাক গলাচ্ছেন না। এরকম একটি বাস্তবতার প্রেক্ষাপটে বেগম জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক রাজনৈতিক তাৎপর্য বহন করে। কারণ, রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাওয়া বেগম খালেদা জিয়া ১ ঘণ্টা ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কী আলোচনা করলেন?

বিভিন্ন মহল এই বৈঠকের তিন রকমের ব্যাখ্যা দিচ্ছেন। কোন কোন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, বেগম খালেদা জিয়ার আপাতত তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির নেতৃত্ব দেওয়ার বিষয়টি আমলে নিয়েছেন এবং এই ব্যাপারে তার সঙ্গে আলাপ আলোচনা এবং পরামর্শ করেছেন।’

দ্বিতীয় একটি মতামত রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে রয়েছে৷ তারা মনে করছেন যে, বেগম খালেদা জিয়ার আন্দোলনের ব্যর্থতা এবং সামনের দিনের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন বিএনপি বর্জন করেছিল। বিএনপির বর্জনের পরও শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচন স্বীকৃতি পেয়েছে। এরকম পরিস্থিতিতে আন্দোলন কেন ব্যর্থ হল? বিএনপি কেন আন্দোলন গড়ে তুলতে পারছে না? সাংগঠনিক ক্ষেত্রে দুর্বলতা কোথায়? এসব বিষয়ে বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতামত নিতে পারেন বলে কোনও কোনও মহল মনে করছেন। এবং, এই মতামতের ভিত্তিতে তিনি পরবর্তী করণীয় নিয়ে পরামর্শ দিতে পারেন৷’

তৃতীয়ত, বেগম খালেদা জিয়া বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সামনের দিনগুলোতে করণীয়, বিশেষ করে স্থায়ী কমিটির পাঁচটি শূন্যপদ পূরণ, স্থায়ী কমিটিতে যারা অসুস্থ এবং দায়িত্ব পালন করতে পারছেন না, তাদের প্রতিস্থাপন করেন নতুন নেতৃত্ব দেওয়া বিষয়টিও আলোচনা করে থাকতে পারেন। তবে, বিএনপির একাধিক সূত্র বলছে, বেগম খালেদা জিয়া-ই বিএনপিতে সবচেয়ে জনপ্রিয় নেতা। ৭ জানুয়ারির নির্বাচনের পর তারেক জিয়ার ব্যর্থতা, ভুল রাজনৈতিক কৌশল এবং হঠকারী আন্দোলনের পদ্ধতি বিএনপির মধ্যে ব্যাপক সমালোচিত হচ্ছে। আর এই সমালোচনার কারণেই শেষ পর্যন্ত তারেক জিয়া বিএনপির নেতৃত্ব থেকে সরে যেতে পারেন। এরকম একটি পরিস্থিতির মধ্যেই বেগম খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আগামী দিনে বিএনপির রাজনীতির গতিধারা নির্ধারণে এই বৈঠক বড় ভূমিকা পালন করতে পারে বলেই কেউ কেউ মনে করছেন। এখন বেগম জিয়ার সাথে বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করেন সেটিই এখন দেখার বিষয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যবসায়ীকে মারধর করে লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় এক কাপড় ব্যবসায়ীর নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা সহ একটি এন্ড্রোয়েড ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ৫ ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাত্র

সিসিইউতে খালেদা জিয়া, অবস্থার আরও অবনতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (১৪ জুলাই) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.

রায়গঞ্জে তারুণ্যের উৎসবে যুব সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ নানা কর্মসূচীর মধ্যে দিয়েছে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার

আগামী ৮ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য দেশত্যাগ করবেন খালেদা জিয়ার

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত। সব ঠিক থাকলে আগামী ৮ নভেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য

স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেননি, এবার মেয়েও চলে গেলেন’

ঠিকানা টিভি ডট প্রেস: আগুনে মারা যাওয়া বুয়েটের শিক্ষার্থী লামিশা ইসলাম অ্যাডিশনাল ডিআইজি নাসিরুল ইসলামের বড় মেয়ে। ২০১৮ সালে স্ত্রীকে হারিয়েছেন নাসিরুল ইসলাম। দুই মেয়ের

সরকারী নিয়ম মানতে নারাজ আওয়ামীলীগ নেতা- লোহার পরিবর্তে বাঁশের ব্যবহার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঠিকাদারী কাজে সরকারের বেধে দেওয়া নিময় মানতে রাজি নন ঠিকাদার। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর হাটে ২ তলা একটি ভবনে লোহার পাইপের