নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৪ এর একটি দল। এই আসন থেকে প্রতিবার নির্বাচনে করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়া।
বুধবার (১৮ ডিসেম্বর)। রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিপুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪ অধিনায়ক মো. আলিমুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে৷
গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।'