নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে শিবচরে উমেদপুরে মিলন মুন্সির গরুর খামারে বুধবার (১২ জুন') ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারের ১৩টি কোরবানির গরু ও তার পাশের মুরগির খামারের দুই হাজার মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারী মিলন মুন্সি দাবি করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোররাতে জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই খামারে ১৪টি গরু বাধা ছিল। আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারের গরুর রশি কাটতে পারেনি খামারিরা। এতে ১৩ টি গরুর মৃত্যু হয় ও একটি শেডের ২ হাজার মুরগী মারা যায়৷ গরুগুলো বিক্রির জন্য আজ কুতুবপুর হাটে নেয়ার কথা ছিল। সে মঙ্গলবার হাটে গিয়ে জায়গাও রেখে আসে।'
এই অগ্নিকাণ্ডের কোন সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে এলাকাবাসী ধারণা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন। তবে বিষয়টি নাশকতা কিনা তাও খতিয়ে দেখার ব্যাপারে প্রশাসনের কাছে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান জামান মুন্সি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.