
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজিম উদ্দিন (১৩)। সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।,
নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২৬ পারা হেফজ শেষ করেছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অভিযুক্ত তার সহপাঠী আবু সাইদ (১৬) কে ছুরিসহ আটক করা হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, আল মাদরাসার দ্বিতীয় তলার ওই শয়নকক্ষে একসঙ্গে ১৪ জন শিক্ষার্থী থাকতেন। রাত ৩টার দিকে চিৎকার শুনে দায়িত্বে থাকা শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেন নাজিম উদ্দিনকে সহপাঠী আবু সাইদ গলা কেটে হত্যা করেছে। পরে বিষয়টি মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।
স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বলেন, ‘মাদরাসাটির অনেক সুনাম রয়েছে। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা আমাদের দুঃখিত করেছে। শুনেছি ক্রিকেট খেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ঘুমন্ত অবস্থায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’
সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, ‘আটক আবু সাইদ আমাদের হেফাজতে রয়েছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহ এই বিষয়ে ফোনে বক্তব্য দিতে রাজি হননি।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.