
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত পুড়েছে ৭০ হাজার ৮০০ একরের বেশি এলাকা। ‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এ দাবানল তিনদিন ধরে ছড়িয়ে পড়ছে সান লুইস অবিসপো কাউন্টির গ্রামীণ এলাকায়।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ‘ক্যাল ফায়ার’ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ৬০০’র বেশি দমকলকর্মী ও ৪০টি ফায়ার ইঞ্জিন কাজ করছে। আগুনের ঝুঁকিতে থাকা বহু বাড়ি-ঘর থেকে প্রায় ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায়, চলতি বছর এটিই ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানল। গত বছরও রাজ্যটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
বনাঞ্চল শুকিয়ে যাওয়া, তীব্র গরম ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।