অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আতশবাজি তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৭৮ একর বনভূমি। বিস্ফোরণের পর আকাশে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী।
মেহের নিউজের বরাতে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর ক্যালিফোর্নিয়ার ইয়লো কাউন্টির এসপার্টো এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এটি স্যাক্রামেন্টো থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
ইয়লো কাউন্টি শেরিফ অফিস জানায়, বিস্ফোরণের পরপরই আতশবাজি কারখানাটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এক মাইলজুড়ে এলাকা খালি করে ফেলা হয়। স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।
এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্টের প্রধান কার্টিস লরেন্স জানান, রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ চলবে এবং আশপাশে ছড়িয়ে পড়া ছোট ছোট আগুনও নিভিয়ে ফেলার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর আতশবাজির মতো একাধিক বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়। বিস্ফোরণের ফলে তাৎক্ষণিকভাবে সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বিপুল ফোনকল পেতে শুরু করে।
উইন্টার্স পুলিশ বিভাগ জানায়, বিস্ফোরণের সময় একাধিক বড় ধরনের ধ্বংসাত্মক ঘটনা ঘটে। ইয়লো কাউন্টি অফিস অব ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে, ভবনটি ছিল একটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র।
ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট এই অগ্নিকাণ্ডকে ‘ওকডেল ফায়ার’ নামে অভিহিত করেছে। আগুন আশপাশের হাইওয়ে ১৬ ও ওকডেল র্যাঞ্চ লেন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এসপার্টো, ম্যাডিসন, উইন্টার্স ও ক্যালিফোর্নিয়া ফায়ার বিভাগের স্থল ও আকাশপথে সহায়ক ইউনিট অংশ নেয়।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.