রাবি প্রতিনিধি: পবিত্র আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মহাপবিত্র আল কোরআন পোড়ানোর মতো এক ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ নিয়ে প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে আমরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভের আয়োজন করেছি। যাতে প্রশাসনে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন এবং জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসেন।'