কোপায় কোস্টারিকার কাছে আটকে গেল ব্রাজিল

ঠিকানা টিভি ডট প্রেস: কোপা আমেরিকা শুরুর চতুর্থ দিনের মাথায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে কোস্টারিকা বিপক্ষে নেমেছিল ব্রাজিল। কোস্টারিকা থেকে অনেক গুণ এগিয়ে সেলেসাওরা। এখন পর্যন্ত ১১ বারের দেখায় ব্রাজিলের জয়ই ১০টি। তবে এবার শক্তিশালী সেলেসাওদের রুখে দিয়েছে র‍্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে থাকা কোস্টারিকা। কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা।

মঙ্গলবার (২৫ জুন’) বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে ‘ডি’ গ্রুপের ম্যাচটি। একের পর এক গোল মিসে হতাশ করেছেন ব্রাজিলের তারকায় ঠাসা ব্রাজিল দলটি। এক গোল বাতিলের পর দ্বিতীয়ার্ধে একের পর এক মিস করে কেবল হতাশাই বাড়িয়েছেন দোরিভাল জুনিয়র শিষ্যরা।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ব্রাজিল। তবে কোস্টারিকার রক্ষণভাগ দেয়ালের মতো বাধা দিতে থাকে তাদের। কোনোভাবেই এই রক্ষণভাগ ভেদ করতে পারছিল না তারা। ৩০তম মিনিটে বল জালে পাঠায় ব্রাজিল। রাফিনিয়ার নেওয়া ফ্রি-কিক থেকে রদ্রিগোর পাসে বক্স থেকে পায়ের স্পর্শে গোলটি করেন মার্কিনিয়োস। তবে লম্বা সময় ভিএআর চেকের পর সেটি বাতিল হয় অফসাইডের কারণে।’

৪০তম মিনিটে বক্সে ভারগাসের ফাউলের শিকার হন পাকুয়েতা। তখন পেনাল্টির আবেদন জানালেও রেফারি সেটি দেননি। বিরতির পর শুরু থেকেই কোস্টারিকার কঠিন পরীক্ষাই নিয়েছে ব্রাজিলের অ্যাটাকিং লাইনআপ। বল দখল, গোলে শট সবকিছুতেই এগিয়ে ছিল সেলেসাওরা। কিন্তু কাজের কাজটা করা হয়নি। এমনকি ৬৩ মিনিটে লুকাস পাকেতার শট সবাইকে ফাঁকি দিলেও ফিরে আসে গোলবার থেকে। এরপরেই ব্রাজিল কোচ মাঠে নামান এন্ড্রিককে’। ব্রাজিলের খেলার ধার বাড়ে আরেকদফায়।

মাঠে নেমেই স্কোরশিটে নাম তুলতে পারতেন এন্ড্রিক। কিন্তু তাকে হতাশ করেছেন কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সেকুইয়েরা। পুরো ম্যাচেই তিনি ছিলেন অসাধারণ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে অন্তত দুইবার দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেছেন। ৭৯ মিনিটে গুইলার্মো অ্যারানার ডিবক্সের বাইরে থেকে নেয়া শট যেভাবে ফিরিয়েছেন, তাতে বিষ্ময় জাগাটাই স্বাভাবিক।

বদলি নামা ব্রুনো গিমারায়েসও সুযোগ পেয়েছিলেন কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি কেউই। একেবারে কোস্টারিকার রক্ষণ কাঁপিয়ে বল বেরিয়ে যায় গোলবারের পাশ দিয়ে। শেষ পর্যন্ত গোল না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এই ড্রয়ের ফলে কোপা আমেরিকার ডি গ্রুপে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল ব্রাজিল। কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে আছে এই গ্রুপের শীর্ষে। পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল। শট নেয় ১৯টি, যার মধ্যে মাত্র তিনটি শট অন-টার্গেটে রাখতে পেরেছে দরিভাল জুনিয়রের দল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় -নাহিদ ইসলাম

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। মওলানা ভাসানী পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে যেমন

টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের তানভীর আহমেদ (১৪) ও হুমাইরার (৮) দাফন সম্পন হয়েছে। মঙ্গলবার

শীলকূপ ইউনিয়নে ৫শতাধিক উপকারভোগী জেলেদের মাঝে চাল বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন পরিষদে ইলিশ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরনে বিরত থাকা উপকারভোগী জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা

বাংলাদেশিরা না যাওয়ায় হাহাকার করছেন কলকাতার ব্যবসায়ীরা

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মারকুইস স্ট্রিট, যা স্থানীয়ভাবে পরিচিত ‘মিনি বাংলাদেশ’ নামে, চরম ব্যবসায়িক সংকটের মুখোমুখি। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে সেখানকার

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত বুয়েটের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: উপাচার্য হিসেবে শেষ কর্মদিবসে প্রায় সাড়ে ৪ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য

রাশমিকাকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে যা বললেন মুফতি হামজা

নিজস্ব প্রতিবেদক: ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সদ্যই মুক্তি পেয়েছে তার ‘পুষ্পা ২’। অভিনয় ও সৌন্দর্যের ছটায় ভারতসহ সারা বিশ্বেই আছে তার ভক্ত-অনুসারী। সম্প্রতি