শাহালাল ইসলাম রাজশাহীঃ কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের তদন্ত প্রক্রিয়া চলছে। যে কোন ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হয়। কোন কিছুকে আমরা খাটো করে দেখিনা।
পুলিশের আইজিপি বলেন, অপরাধের বহু মাত্রাতিকতার কারণে এবং তার সাথে খাপ খাইয়ে চলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে সক্ষম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশে পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন তিনি। পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভূঁইয়া, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.