কোটা আন্দোলন: যে সব কারণে সরকার কোণঠাসা

নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনে সরকার রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে। টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করা আওয়ামী লীগ সরকার মোটামুটি অপ্রতিরোধ্য ছিল। বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন ছিল না, শক্তিহীন হয়ে পড়েছিল সরকারের সমালোচকরা। আন্তর্জাতিক মহলও ৭ জানুয়ারির নির্বাচনকে মন্দের ভাল হিসেবে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে কোটা আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে। শুধু চাপই নয়, সরকার এখন বেকায়দায় অবস্থায় রয়েছে। আর এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক ব্যাখ্যা দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের এই অস্বস্তিকর অবস্থার পিছনে কতগুলো সুনির্দিষ্ট কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে রয়েছে

১. আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস: প্রথমদিকে আওয়ামী লীগ কোটা আন্দোলনকে গুরুত্ব দেয়নি। আওয়ামী লীগের মধ্যে এই অতিরিক্ত আত্মবিশ্বাস এবং কোটা আন্দোলনকারীরা কিছুই করতে পারবে না-এরকম একটি বদ্ধমূল ধারণা বা ড্যাম কেয়ার মনোভাব কোটা আন্দোলনকে বেগবান করতে সহায়তা করেছে।

২. শিক্ষকদের আন্দোলনকে বাড়তে দেওয়া: শুরুতেই শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে আন্দোলনকে থামানো উচিত ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ যারা পেনশন স্কিম নিয়ে আন্দোলন করেছিল, তারা সবাই আওয়ামী পন্থি শিক্ষক হিসাবে পরিচিত। তাদের কারণে ক্লাস বন্ধ হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত হয়। বিশ্লেষকরা মনে করছেন, যদি ক্লাস এবং পরীক্ষা স্থগিত না হত এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলত, তাহলে পরে কোটা আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা এভাবে গণহারে যুক্ত হতেন না।

৩. ছাত্রলীগের বাড়াবাড়ি: কোটা আন্দোলন বেগবান হওয়ার পেছনে ছাত্রলীগের বাড়াবাড়ি একটি বড় কারণ হিসেবে অনেকে চিহ্নিত করছেন। যতক্ষণ পর্যন্ত ছাত্রলীগ দৃশ্যপটের আড়ালে ছিল ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি শুধুমাত্র শিক্ষার্থীদের নিজস্ব আন্দোলন হিসাবে বিবেচিত হচ্ছিল। কিন্তু রোববারের রাতের পর গতকাল যখন ছাত্রলীগ মারমুখী আচরণ শুরু করে তখন পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। ছাত্রলীগের এই মারমুখী আচরণের কারণে একদিকে যেমন ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে তাদের কর্তৃত্বও সংকটে পড়েছে, অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।’

অনেকেই মনে করছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর যখন কোটা সংস্কারপন্থীরা তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছিল তখন জনমত তাদের বিপক্ষে চলে গিয়েছিল এবং সুস্থ চিন্তার মানুষ, সচেতন জনগোষ্ঠী ছাত্রদের এই অবস্থানের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। কিন্তু এই সময় ছাত্রলীগ নেমে যেয়ে এবং অযাচিত ঘটনার কারণে পুরো পরিস্থিতি উল্টে যায়, যেটি থেকে কোটা আন্দোলন নিঃশেষিত হয়ে যেতে পারত এবং কোটা আন্দোলনকারীদেরকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল সেটা এখন উল্টো আওয়ামী লীগের ঘাড়ে এসে চেপে বসেছে।’

৪. আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা: অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত এবং কমিটি বাণিজ্য, হাইব্রিডদের অনুপ্রবেশের কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যে ম্লান এবং ম্রিয়মান হয়ে পড়েছে কোটা আন্দোলন তার সুস্পষ্ট প্রমাণ। আজ ঢাকা শহর এবং সারা দেশে যা হয়েছে সেখানে আওয়ামী লীগ নীরব দর্শকের মতো। আওয়ামী লীগের অনেক নেতা মাঠে নামতেও ভয় পেয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া যে কেউ নেই কোটা আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। সাংগঠনিক এই দুর্বলতা কোটা আন্দোলনকে বেগবান করতে সাহায্য করেছে বলে অনেকে মনে করেন।

৫. পুলিশের নিষ্ক্রিয়: সাম্প্রতিক সময়ে পুলিশের ব্যাপক দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অনেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেকের সম্পত্তির হিসাব জব্দ করা হয়েছে। এর ফলে পুলিশের মধ্যে একটা নেতিবাচক অবস্থান তৈরি হয়েছে। কোটা আন্দোলনে দেখা গেছে যে, পুলিশ দায়িত্ব নিতে চাচ্ছে না। দায় সারা ভাবে কাজ করছে এবং এটি কোটা আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে একটি ভূমিকা রেখেছে।’

৬. আন্তর্জাতিক ষড়যন্ত্র: আন্তর্জাতিক ষড়যন্ত্র কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার ক্ষেত্রে একটি বড় কারণ। সরকার এই কোটা আন্দোলনের নেপথ্যে কলকাঠি কারা নাড়াচ্ছে তা অনুধাবন করতেই প্রথমে ব্যর্থ হয়েছে। যখন এটা অনুধাবন করতে পেরেছে তখন জল অনেক দূর গড়িয়ে গেছে।

৭. বিরোধী রাজনৈতিক দলগুলো ইন্ধন: সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ রাজনৈতিক দলগুলো কোটা আন্দোলনের মাধ্যমে সরকারকে কাবু করার মিশনে নেমেছে। সেই মিশনের অংশ হিসেবেই কোটা আন্দোলনকে তারা নানা রকম ভাবে মদদ দিচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘৫০০ শিক্ষক ভিসি হতে চান, বিশ্ববিদ্যালয়ে কেউ পড়াতে চান না’

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ৫০০ শিক্ষক ভিসি হতে চান। কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান না। আজ

বঙ্গবন্ধুর রেলসেতুর নির্মান কাজ শেষ, জানুয়ারিতে উদ্বোধন ফেরত যাচ্ছে ৫০ কোটি টাকা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা নদীর ওপর দেশের মেঘা প্রকল্প দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ফলে সেতুটি পুরোপুরি দৃশ্যমান। এ

ব্রাজিলের সেই ৭-১ ট্র্যাজেডির এক দশক

ঠিকানা টিভি ডট প্রেস: সালটা ২০১৪, দিনটা ৮ জুলাই। চলছে ফিফা বিশ্বকাপ। ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে হট ফেভারিট হিসেবেই সেমিফাইনালে উঠেছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল। প্রতিপক্ষ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। বুধবার

বেলকুচিতে বিদেশ যেতে না পেরে যুবকের আত্মহত্যা

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশ না যেতে পেরে পরিবারের সাথে অভিমান করে হযরত আলী (২৫) নামের এক যুবক গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

নিজস্ব প্রতিবেদক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।