
নিজস্ব প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের অন্তঃসত্ত্বা গৃহবধু সাদিয়া আক্তার বীনা হত্যার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে নিহত পরিবারের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
অন্তঃসত্ত্বা গৃহবধূ সাদিয়াকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন ও চারতলা ভবনের ছাদ থেকে ফেলিয়ে দিয়ে হত্যার পরিকল্পনা করেন।
গত ৫ই সেপ্টেম্বর গৃহবধূ সাদিয়া আক্তার বিনার স্বামী শাহাদাত হোসেন স্বপন ও তার পরিবারের লোকজন অন্তসত্ত্বা গৃহবধূকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার ইউসুফ মিয়ার বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেয়। আহত অবস্থায় গৃহবধূ সাদিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গৃহবধূ হত্যার দায়ে সাদিয়ার ভাই ঢাকা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেন।
বোন হত্যার বিচার চেয়ে মামলা করায় আসামীদের পক্ষ থেকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন নিহতর পরিবার। উক্ত মানববন্ধনে গৃহবধূ সাদিয়া হত্যার সাথে জরিতদের দ্রুত বিচার ও গ্রেফতারের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারী।’