অনলাইন ডেস্ক; কেনিয়ার পশ্চিমাঞ্চলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চরমে পৌঁছে একটি থানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) হাজার হাজার মানুষ নিহত শিক্ষক আলবার্ট ওজোয়াংয়ের কফিন নিয়ে শোক মিছিল করার সময় হোমা বে কাউন্টির মাওয়েগো থানায় হামলা চালিয়ে সেটি আগুনে পুড়িয়ে দেয়।
৩১ বছর বয়সী এই শিক্ষককে গত মাসে নাইরোবির একটি পুলিশ সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আগে তিনি হোমা বে থেকে গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমে পুলিশ দাবি করে, আলবার্ট আত্মহত্যা করেছেন। কিন্তু সরকারি ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তে বেরিয়ে আসে, তাকে হত্যা করা হয়েছে।
অনলাইনে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে, আলবার্টের কফিন বহন করে শোকমিছিল করছে হাজারো মানুষ। ওইদিন তার দাফন সম্পন্ন হওয়ার কথা ছিল।
জানা গেছে, উপ-পুলিশপ্রধান এলিউড লাগাতকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরেই আলবার্টকে গ্রেপ্তার করা হয়েছিল। মৃত্যুর তদন্ত শুরুর পর লাগাত স্বেচ্ছায় পদত্যাগ করলেও বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে মামলা ও পূর্ণ পদত্যাগ দাবি করছে।
এই ঘটনায় এখন পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে স্বাধীন পুলিশ তদারকি সংস্থা জানিয়েছিল, গত চার মাসে পুলিশ হেফাজতে অন্তত ১৮ জন মারা গেছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.