আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেঁপে উঠেছে থাইল্যান্ডও। কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ভবনের সবচেয়ে উপরের তলার সুইমিংপুলের পানি সড়কে ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টার দিকে মিয়ানমারের আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল সাগাইং শহরে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। ব্যাপক এই ভূমিকম্পের ধাক্কা লাগে ব্যাংককেও।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)' অনুসারে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পে মিয়ানমারের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বেশি তথ্য জানা যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাইল্যান্ডে ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে ভবন থেকে সুইমিং পুলের পানি ছড়িয়ে পড়ার ভিডিওটিও রয়েছে। পার্শ্ববর্তী একটি ভবন থেকে এক ব্যক্তি ভিডিওটি ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ভূমিকম্পে এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.